ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০১৪ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিমলায় দুই মাসব্যাপী মেয়েদের কারাতে প্রশিক্ষণ সমাপ্ত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২০, ২০১৪ ১১:৩৭ পূর্বাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় দুই মাসব্যাপী মেয়েদের কারাতে প্রশিক্ষণ শেষ হয়েছে। বৃহস্পতিবার ডিমলা সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। সমাপনী এ অনুষ্ঠানে স¡াগত বক্তব্য রাখেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন¡য়কারী মোস্তফা কামাল। এতে বিশেষ অতিথি ছিলেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তাবিবুল ইসলাম। ডিমলা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হানিফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মস‚চি সমন¡য়কারী রেজানুল হক।

Shamol Bangla Ads

উলে­খ্য, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় গার্ল পাওয়ার প্রকলের অধীনে উদয়াঙ্কুর সেবা সংস্থা মেয়েদের জন্য দুই মাসব্যাপী এ কারাতে প্রশিক্ষণের আয়াজন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন মেয়ে অংশগ্রহণ করেন।

নীলফামারী সদরে ৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Shamol Bangla Ads

নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নীলফামারী সদর উপজেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল জানান, চেয়ারম্যান পদে সদ্য বিদায়ী মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পেয়েছেন ৭ হাজার ৫১ ভোট, বিএনপি থেকে বহিস্কৃত ফরহানুল হক পেয়েছেন ৭ হাজার ৩০৬ ভোট, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী সাজ্জাদ পারভেজ ৪১৮ ভোট এবং খেলাফত মজলিশের মাহবুব আলী শাহ্ ফকির পেয়েছেন ৮৯২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী প্রবীর গুহ রিন্টু পেয়েছেন ৬ হাজার ৪৮ ভোট, অ্যাডভোকেট আক্তারুজ্জামান জুয়েল পেয়েছেন ৪ হাজার ৯৯০ ভোট এবং কৃষক শ্রমিক জনতা লীগের আতাউর রহমান বাবু পেয়েছেন ৭ হাজার ২০০ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী শিরিণ নূর রিক্তা পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট এবং বিএনপির নাসরিন আক্তার ৭ হাজার ৯১৭ ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ৯ জনই তাদের জামানত হারিয়েছেন।

নীলফামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

জামায়াত- শিবিরের হামলা ও নির্যাতনের শিকার নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ, টুপামারি ও পলাশবাড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকাস্থ ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতালের শিক্ষার্থীরা। নির্যাতনের শিকার ১৭টি পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতালের সরস্বতী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দে ও সহ-সভাপতি গোপাল সীল। নীলফামারী শহরের মিলনপল­ী সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা হিসেবে ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতালের শিক্ষার্থীরা ছাড়াও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমেন্দ্রবর্ধন বাপী, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার রায়, জেলা হিন্দু- বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকারাম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মৃনালকান্তি রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক হর্ষবর্ধণ রায় প্রমুখ। ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতালের সরস্বতী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দে জানান, আমাদের কলেজের অধ্যক্ষ ডা. জালাল উদ্দিন আশরাফ ও শিক্ষক ডা. অরুপরতন চৌধুরীর ব্যক্তিগত প্রচেষ্টায় এবং বারডেম হাসপাতালের ডা. বাঁধন কুমার দে’র আর্থিক সহযোগিতায় এই সহায়তা দেয়া সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধী কাদের মোল­ার ফাঁসির রায় কার্যকর হওয়ার সাথে সাথে সারাদেশের মতো নীলফামারীর লক্ষীচাপ, টুপামারি ও পলাশবাড়ি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল­ায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক সহিংসতা চালায় জামায়াত- শিবিরের নেতা-কর্মীরা।

নীলফামারীর ডোমারে সাবেক সংসদের উদ্যোগে টাকা ও কাপড় বিতরণ

নীলফামারীর ডোমার উপজেলায় আগুনে পুড়ে যাওয়া ১৫টি পরিবারের মাঝে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দকীর ব্যক্তিগত উদ্যোগে নগদ টাকা ও কাপড় বিতরণ করা হয়। উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ি উত্তরপাড়া নাহেলারপাড় গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের প্রতিটি পরিবারকে ৩টি কম্বল, ৩টি শাড়ি ও নগদ ৫শ’ টাকা সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকীর পক্ষে বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনজারুল হক। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, শাহাদাত হোসেন, যুব সংহতির সভাপতি হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

নাগরিক সেবা প্রদান পদ্ধতি নিয়ে কর্মশালায় নীলফামারীর ৫ প্রতিনিধির অংশগ্রহন

জনগণের সেবামূলক খাতকে আরও কার্যকর, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সনদ বাস্তবায়ন এবং নাগরিক সেবা প্রদান পদ্ধতি নিয়ে বগুড়ায় গত বুধবার থেকে ২ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওই কর্মশালায় নীলফামারী জেলা থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস,এ,এম রফিকুন্নবীর নেতৃত্বে ৫ প্রতিনিধি সদস্য অংশ নেয়। অন্যান্য ৪ সদস্যরা হলেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (সাধারন শাখা) মির্জা মুরাদ হাসান বেগ, সম্মিলিত সাস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিম, দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা ও সনাকের সহ-সভাপতি তাহমিন হক ববি, ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রশীদ মঞ্জু।
বগুড়ার ফোর ষ্টার নাজ গার্ডেন হোটেলের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিভিল সার্ভিস চেঞ্জ ম্যানেজমেন্ট কর্মসূচীর (সিএসসিএমপি) আওতায় এই কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলা ও কুষ্টিয়া জেলা সহ ১৭টি জেলার জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেয়। এতে কারিগরি ও আর্থিক সহায়তায় ছিলেন ইউএনডিপি।
জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সনদ বাস্তবায়ন ও সেবা প্রদান পদ্ধতি সহজীকরণ শীর্ষক দুই দিন ব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গবর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মোঃ আব্দুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ হেলাল উদ্দীন আহমেদ বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাফর ইকবাল ও বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। কর্মশালায় বিভিন্ন জেলা থেকে মোট ৮৫ জন প্রতিনিধি অংশ নেয়।

সৈয়দপুরে এনজিও শার্প’র উদ্যোগে কৃতি সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রামÑশার্প’র উপকারভোগী সদস্যের কৃতি সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। পল­ী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় এ বৃত্তি দেয়া হয়। বুধবার শহরের নতুন বাবুপাড়া শহীদ তুলশীরাম সড়কস্থ শার্প’র প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ বৃত্তির অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলাম। সংস্থ’ার সভাপতি ও সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেয়াজুল আলম রাজু বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, শার্প’র এর নির্বাহী প্রধান মো. মাহবুব-উল আলম। অনুষ্ঠানে সংস্থার কর্ম এলাকা নীলফামারী জেলার ৬টি উপজেলার সুবিধাভোগী সদস্যের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ থেকে জিপিএ-৪.৯৯ প্রাপ্ত ৬৭ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন ১৫ হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাকীর হোসেন মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ টাকা তুলে দেন।
উলে­খ্য,এর আগে শার্প সংস্থার উদ্যোগে গত ২০১২ ও ২০১৩ সালে ২৩ জন মেধাবী ছাত্র/ছাত্রীকে এ বৃত্তি দেয়া হয়েছে। রাজধানী ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শিক্ষা বৃত্তি প্রদান করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!