ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০১৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে বখাটেদের হামলায় সংখ্যালঘুদের লীলা কীর্ত্তন উৎসব লণ্ডভণ্ড : আহত ১৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২০, ২০১৪ ৭:৫৬ অপরাহ্ণ
ছাতকে বখাটেদের হামলায় সংখ্যালঘুদের লীলা কীর্ত্তন উৎসব লণ্ডভণ্ড : আহত ১৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে বখাটেদের হামলায় লণ্ডভণ্ড হয়ে যায় সংখ্যালঘুদের লীলা কীর্ত্তন মহোৎসব। আহত হয় কীর্ত্তয়াসহ অন্তত ১৫ নারী-পুরুষ। আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে পৌর শহরের কুমনা গ্রামের মুক্তিযোদ্ধা অধির পালের বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লীলা কীর্ত্তন চলাকালে ভাজনামহল গ্রামের মৃত কালা মিয়ার পুত্র নজিব আলী ওরফে মাটল উৎসব অঙ্গনে উপস্থিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও অশালিন আচরন করলে তাকে বিনয়ের সাথে কমিটির লোকজন উৎসবস্থল থেকে সরিয়ে নিয়ে গেলে রাস্তায় থাকা তার সহযোগীরা কমিটির লোকজনদের মারপিট করে। পরে মাটল ও তার সহযোগী একই গ্রামের হোসেন আলীর পুত্র রাশিদ আলী, মুশাহিদ আলী, ছয়ফুল, আব্দুল খালিকের পুত্র আনসার আলী, বাশখালা গ্রামের আফতাব আলীর পুত্র আব্দুল ও কুমনা গ্রামের মাফিজ আলীর পুত্র আব্দুল হকসহ ১০-১২জনের সশস্ত্র সন্ত্রাসী উৎসব অঙ্গনে অর্তকিত হামলা চালিয়ে নারী-পুরুষ, শিশু নির্বিচারে মারপিট শুরু করে। ভাংচুর করে উৎসবের গেইট, চেয়ার-টেবিল। তাদের তান্ডবে কীর্ত্তনে আসা নারী-পুরুষ ও শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ে আতংক। প্রায় আধঘন্টা ত্রাস সৃষ্টি করে হামলাকারীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। সন্ত্রাসীদের তান্ডবে ভন্ডুল হয়ে পড়ে লীলা কীর্ত্তন উৎসব। খবর পেয়ে রাতেই থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। হামলায় কৃপেশ পাল (৫৪), কিংসুক পাল (২২), সুধাংশু পাল (৪৮), রাধাকান্ত পাল (৪০), সজিব পাল (২০), কৃষ্ণ পাল (৩৫), বিধান পাল (৩২), নির্মলী পাল (৩৩), আরতি পাল (৫০), আলপনা পাল (৪০), কীর্ত্তনীয়া শ্রীকান্ত দাস (৩৮), কীর্ত্তনে আসা জাউয়ার প্রীতি রায়সহ ১৫ব্যক্তি আহত হয়। বৃহস্পতিবার সকালে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদসহ সংখ্যালঘু স¤প্রদায়ের নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পৌর মেয়র আবুল কালাম চৌধুরী নেক্কারজনক এ ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাতকের ইতিহাসে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করতেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃস্টান্তমুল শাস্তি দাবী করেন। এদিকে মুক্তিযোদ্ধার বাড়িতে অনুষ্ঠিত কীর্ত্তনে হামলার তীব্র নিন্দা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!