চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীর বাবুগঞ্জ আশ্রায়ন প্রকল্পে এক ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে পরনের জামা কাপড় ছাড়া সর্বস্ব। সেই সাথে পুড়েগেছে গৃহপালিত পশুপাখি। তাৎক্ষনিক ভাবে এলাকাবাসী ছুটে এসেও রক্ষা করতে পারেনি ১০টি পরিবারের কোন কিছুই। অগ্নিকান্ডের খবর শুনে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম ও চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়াল ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নিয়েছেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ দীলিপ কুমার সরকার সহ পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রনের জোর প্রচেষ্টা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা গেছে, আশ্রয়ন প্রকল্পের সুশেন মন্ডলের প্রতিবন্ধী পুত্র হৃদয়ের অসাবধনতার কারণে গতকাল বুধবার রাত ৮ টা ৩০ মিনিটের সময় অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্থের মধ্যে রয়েছে আশ্রায়ন প্রকল্পের আশুতোষ বিশ্বাস, তারামনি, চন্দ্রা রানী মজুমদার, বিনা রানী মিস্ত্রী, অমল মন্ডল, মমতা বাইন, সুশেন বাড়ৈ, কল্পনা বিশ্বাস, শ্যামল মিস্ত্রী, জয়দেব মন্ডল, ফেলান মন্ডলের বসত ঘর পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমান ওই পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।