গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়নের এক কৃষকের রোপা-ইরি ধান ক্ষেতের গোছা উপড়ে ফেলে ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। কৃষক তোফাজ্জল মিয়া এ ঘটনায় গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করে।
জানা যায়, বুধবার গভীর রাতে চরআলগী ইউনিয়নের জয়ারচর গ্রামের কৃষক তফাজ্জল মিয়ার ২০ শতক জমির রোপা-ইরি ধান গাছ উপড়ে ফেলে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুলাহ বলেন, শত্র“তাবশত কেউ এমন কাজ করতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।