ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে ওই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা গ্রামের সাহেব আলী (৬৫) রাস্তা পারাপারের সময় দেওয়ানগঞ্জ থেকে আসা জামালপুরগামী একটি পিকআপ ধাক্কা সাহেব আলীকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় সাহেব আলীকে ইসলামপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। জামালপুর জেনারেলর হাসপাতালে পৌছামাত্র কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এলাকাবাসী পিকআপ ড্রাইভারকে আটক ইসলামপুর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা তিনি জানান- ড্রাইভারকে আটক করা হয়েছ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।