রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বুধবার ভোরে ভটভটি-পিকআপ সংঘর্ষে রওশন আরা (৬৬) নামে এক মহিলা নিহত এবং মহিলা সহ অন্ততঃ চার জন আহত হয়েছে । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, এদিন ভোর অনুমান ৫টায় রাণীনগর আবাদপুকুর সড়কের সিংগার পাড়া মোড়ের সামান্য পূর্ব দিকে রাণীনগর থেকে ছেরে আসা ভটভটি পৌছলে আবাদপুকুর থেকে আসা একটি পিকআাপের সঙ্গে সংর্ঘষ বাধে । এতে ভটভটির যাত্রী রওশন আরা (৬৬),ছেলে ফারুক হোসেন (৩৫), ও মাহফুজা বেগম (৪০) সর্ব সাং আমগ্রাম এবং মোতাহার হোসেন (৩৭) ও আব্দুল মান্নান (৩৫) উভয় সাং আগনা গাড়ী আহত হয়। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করালে রওশন আরার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সাথে সাথে নওগাঁ হাসপাতালে নেওয়ার সময় পথি মধ্যে মারা যায়। এছাড়া ফারুকের অবস্থা ও আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে নিহত রওশন আরা’র নাতি মাহবুব রহমান জানান।#