হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গনপূর্ত মন্ত্রী জনাব মির্জা আব্বাসসহ কারাগারে আটক কেন্দ্রিয় নেতাদের মুক্তির দাবিতে গনমিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
১৯ মার্চ বুধবার বিকেলে হাসপাতাল চৌরাস্থা মোড়ে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা কারাগারে আটক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দে মুক্তির দাবিতে এক বিশাল গনমিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। উক্ত সমাবেশে রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির সাবেক সহ সভাপতি এস.জি.এম হালিম,উপজেলা যুবদল সভাপতি দিদারুল ইসলাস,যুগ্ন আহবায়ক এস এম মোমেন,পৌর শ্রমিক দলের সভাপতি খায়রুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন-বিএনপি নেতা হুমায়ুন খোকন,মোঃ জামান মেম্বার,আবুল বাশার,ছাত্র নেতা নিশাতসহ প্রায় ৫শতাধিক নেতাকর্মী।