হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামীলীগ-বিএনপির নেতাকর্মীর মধ্যে সৃষ্ট সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ বিএনপি কর্মীকে আটক করেছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়, ১৫ মার্চ হোসেনপুর উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রে কথাকাটাকাটির জের ধরে ১৮ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার গড়মাছুয়া গ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ মাষ্টার ও বিএনপির নেতা রিপন মেম্বারের মধ্যে আবারও কথা কাটাকাটির এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়।এতে উভয় পক্ষে কমপক্ষে ৮ জন আহত হয়। আহতরা হলেন- উপজেলার গড়মাছুয়া গ্রামের আব্দুর রাশিদ মাষ্টার (৬৫), মামুন মিয়া (২৫),সুমন মিয়া (২০) রমজান মিয়া (২৬), রিপন মিয়া(৪৫),মদিনা(১৮),হেলেনা (২৫)।
আটককৃত বিএনপি কর্মীরা হলেন- গড়মাছুয়া গ্রামের আকরাম হোসেন (৩০),স্বপন মিয়া(৩৫) রমজান(২৮) শরিফ মিয়া (২৫)। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পূনরায় সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। ওসি মীর মোশারফ হোসেন ৪জন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।