শেরপুর প্রতিনিধি : শেরপুরের নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় এক নাগরিককে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ। ১৯ মার্চ বুধবার দুপুরে রঙ্গু মোমিন ওরফে রঙ্গু নামে ওই ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়।
জানা যায়, ২০০৬ সালের ৯ অক্টোবর উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে ভারতের তুরা জেলার রাজবালা থানার সালবিলা গ্রামের দিনেন্দ্র মারাকের ছেলে রঙ্গু মোমিন ওরফে রঙ্গু। ওই সময় টহলরত বিজিবির হাতে ধরা পড়লে ১০ অক্টোবর তাকে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। ৬ বছর হাজতবাসের পর ১ বছর কারাভোগ শেষে ১৯ মার্চ তাকে ভারতীয় পুলিশের হাতে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশের পক্ষে নালিতাবাড়ী থানার এসআই আরিফ হোসাইন, নাকুগাঁও চেকপোস্ট ইনচার্জ এএসআই আব্দুল মোতালেব, বিজিবির পক্ষে হাতিপাগার ক্যাম্পের সুবেদার সিরাজুল করিম এবং ভারতীয় পুলিশের পক্ষে ডালু থানার এসআই এসকে মারাক, ডালু চেকপোস্ট ইনচার্জ স্যুটনা এইচ, বিএসএফ এর পক্ষে ইন্সপেক্টর গুলজার সিং উপস্থিত ছিলেন।