শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতাঃ বাগেরহাটের শরনখোলায় বেসরকারী উন্নয়ন সংস্থা এডিডি’র উদ্যোগে প্রতিবন্ধিদের জন্য সেনিটেশন বিষয়ক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুন উজ্জামান। প্রতিবন্ধিদের সংগঠন উত্তরনের সভাপতি হাফেজ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে বক্তব্য রাখেন, এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, এডিডি’র কর্মী জিয়াউর রহমান ও মোশারেফ হোসেন। বক্তারা প্রতিবন্ধিদের জন্য সেনিটেশন একটি যুগান্তকারী পদক্ষেব বলে আখ্যায়িত করেন।