রাজাপুর প্রতিনিধি : রাজাপুরে এক এসএসসি পরীক্ষার্থী (১৫) কে যৌন হয়রানির দায়ে ৪ যুবকে দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবা আক্তার এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হল – উপজেলা সাতুরিয়া গ্রামের মান্নান হাওলাদারের ছেলে সরোয়ার হোসেন (২১), হুমায়ুন কাজীর ছেলে রুবেল কাজী (১৪), রুস্তুর আলীর ছেলে সুমন (২২), ও শিয়ালকাঠি গ্রামের আশরাফ আলীর ছেলে মেহেদি হাসান (১৫)। এদের মধ্যে সরোয়ার ও রুবেলকে ৬ মাস করে কারাদন্ড এবং সুমন ও মেহেদিকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার ও ম্যাজিস্ট্রেট মাহাবুবা আক্তার জানান, দীর্ঘদিন থেকে ওই পরীক্ষার্থীকে সরোয়ার ও রুবেল যৌন হয়রানি করে আসছিল। মঙ্গলবার দুপুরে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে হল থেকে বের হওয়ার সময় সরোয়ার, রুবেল, সুমন ও মেহেদি ওই পরীক্ষার্থীকে অশ্লীল ভাষায় মাধ্যমে যৌন হয়রানি করলে পরীক্ষার্থীর মা পুলিশকে খবর দেয়।পুলিশ গিয়ে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে