ads

বুধবার , ১৯ মার্চ ২০১৪ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুর বাজারে সজনের ডাঁটা মিললেও দাম চড়া

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০১৪ ৩:৩৪ অপরাহ্ণ

Pic-222মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের বাজারে সজনে ডাঁটা মিললেও দাম চড়া। স্মরণকালের রেকর্ড ভেঙে মেহেরপুরের বাজারে সদ্য উঠা সজনের ডাঁটা বিক্রি হচ্ছে দু’ শ’ টাকা থেকে আড়াই শ’ টাকায়। এটাই শেষ নয় দু’সপ্তা আগে বাজারে আসা সজনের ডাটা বিক্রি হয়েছে ৪২০ টাকা কেজি। এমন চড়া দামে ক্রেতাদের খুশি করতে পারেনি বাজারের সবজি ব্যবসায়ি। তারা বলেছেন, বাজারে সজনের ডাঁটার আমদানী খুবই কম। আবার চাহিদা খুবই বেশি। উৎপাদনে কমতি দাম বৃদ্ধির অন্যতম কারন হয়ে দাঁড়িয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে শহরের বড় বাজারের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ডাঁটার আমদানী কম। কিন্তু চাহিদা অনেক বেশি। কথা হয় বড় বাজারের সবজি ব্যবসায়ি জব্বার আলীর সাথে। তিনি জানান, সজনের ডাঁটা বাজারে নতুন ও আমদানী কম থাকায় এর বাজার মূল্য বেশী। অপর এক সবজি ব্যবসায়ী বাবর আলী জানান, সজনে ডাঁটার দাম বেশী হলেও আগামী সপ্তাহে এ দামটি আর থাকবে না।  প্রায় ২ সপ্তা আগে বাজারে সজনের ডাঁটা উঠেছিল। তখন প্রতি কেজি ডাঁটার দাম ৪২০ টাকা হাঁকা হয়েছিল। যা সাধারণ ক্রেতার নাগালের বাইরে ছিলো। তবে দাম বেশি হলেও বিত্তশালীরা কিনতে কম করেনি। এদিকে দিন যত এগিয়ে আসছে আমদানী তত বাড়ছে। সাথে সাথে দামও কমতে শুরু করেছে। সখ করে কেউ নতুন ডাঁটা চড়া মূল্যে কিনে খেলেও তারা আশা করছে শেষ পর্যন্ত  ডাঁটার দাম কমে আসবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!