জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ই-ব্যাকিং অবহিত করণ শীর্ষক কর্মশালা ১৯মার্চ বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসন এর আয়োজন করে। জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউএনও সাজিয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন-সহকারি কমিশনার (ভূমি) ডা. জোবায়ের হোসেন, ইউপি চেয়ারম্যান-মুক্তি সংগ্রাম যাদুঘরের পরিচালক হিলোল সরকার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-মানবাধিকার কর্মী ও জামালপুর দিনকালের সহ-সম্পাদক শাহ্ জামাল প্রমুখ। ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সচিব, গ্রাম পুলিশ ও দফাদারবৃন্দ অংশ গ্রহণ করেন। কর্মশালা শেষে মো: শাহ্ জামাল রচিত মা-মাটির কষ্ট বইটি জেলা প্রশাসক শাহাবুদ্দিন খানকে এবং বিদায়ী ইউএনও সাজিয়া জামানকে সৈকত সাহিত্য সংসদের সম্মানিত উপদেষ্টা শিল্পী আবুল কাশেম আকাশের চিত্রকর্ম দিয়ে সংবর্ধনা দেয়া হয়।