নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে চালক কে পিটিয়ে আহত করে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের আমের ডাঙ্গা নামক স্থানে ওই ঘটনা ঘটে। উপজেলার কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক জানান তার ইউনিয়নের কুশদহ (পঞ্চায়েতপাড়া)গ্রামের মৃত আবেদ আলীর ছেলে জমসেদ আলী(৪২) মঙ্গলবার রাত ৯টার দিকে মোটর সাইকেল যোগে যাওয়ার সময় উপরোক্ত স্থানে তাকে আটক করে বেদম মারপিটে আহত করে এবং তার মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। ১৯ মার্চ বুধবার সকালে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশংকা জনক হলে তাকে রমেকে নিয়ে যাওয়া হয়। সে নাকি ভাড়ায় মোটর সাইকেল চালাতো। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি বলে কর্তব্যরত অফিসার জানান।