ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ায় পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত অপ্রধান শষ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করণসহ প্রযুক্তিগত ভাবে কলা-কৌশল বৃদ্ধির লক্ষে কিষাণ-কিষানীদের নিয়ে পাঁচ দিনব্যাপি এক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বি আর ডি বি’র হল রুমে সংগঠনের সভাপতি সেকেন্দার আলী গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যদেন, জেলা অধিদপ্তরের উপ পরিচালক শামছুর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্যদেন, জেলা অধিদপ্তররের উপ প্রকল্প পরিচালক তাপজেল হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, উপজেলা কর্মকর্তা সাবিহা খানম, জুনিয়র অফিসার হরসিত রায় ও মোঃ শামছুজ্জামান প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ৪০ জন কিষান-কিষাণী অংশ নেয়।