ads

বুধবার , ১৯ মার্চ ২০১৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০১৪ ৬:৩৯ অপরাহ্ণ

Chhatak Photo--22ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই মঙ্গলবার ওয়াপদা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ষাড়ের লড়াইকে কেন্দ্র করে দু’দিন আগ থেকেই সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে ষাড়ের মালিকগণ ট্রাক ও পিকআপ-ভ্যান দিয়ে ষাড় নিয়ে আসেন ছাতক পৌর শহরে। অর্ধশতাধিক ষাঁড় এ প্রতিযোগিতায় অংশ নেয়। ষাড়ের লড়াই দেখতে মঙ্গলবার সকাল থেকে ছাতক, দোয়ারা, কোম্পানীগঞ্জ, জগন্নাথপুর, বিশ্বনাথ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের কয়েকহাজার উৎসুক জনতা ওয়াপদা মাঠে এসে জড়ো হয়। ষাড়ের লড়াই প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ষাড়দের বিভিন্ন আকর্ষনীয় নামে নামকরন করা হয়। আয়োজক কমিটির মঞ্চ থেকে মাইকে প্রতিযোগী ষাড়ের নাম ঘোষনা করার সাথে-সাথেই স্ব-স্ব মালিকপক্ষের লোকজন মাঠের ভিতরে ষাঁড় নিয়ে লড়াইয়ে অংশ গ্রহন করান। ৩ দফায় অংশ গ্রহনকারী ষাড়গুলোর মধ্যে ১ম পর্বে সাদা মানিক, অশান্তি পাগলা, বাজিগর, কালাবারুদ-২, লাল পাগলা-১, কালো নাগ, শহিদ শাহ, অগ্নিশিখা, সোনার বাংলা, লিউ-৪, কালারাজা, রংধনু, মাটির ময়না, সিরাজ শাহ-১, জাবেদুল বাহার-১, সিংরাজ, লাল পাগলা-২, তুফান মিল, জাবেদুল বাহার-২, ইমন বাদশা, সিরাজ শাহ-২, কালাতুফান, কালোরাজ, কালাচান, আয়লা। ২য় পর্ব ষ্টার গ্র“পে রুকন পাগলা, বাংলার হিরো, সাগর বাচ্চা, তামিম টাইগার, লিউ-৫, মাফিয়া-১, মেসি, বাংলা, সালমান শাহ, বাংলার মাস্তান, ডাইরেক্ট এ্যাকশন-১, ইয়ং ফাইটার, বিকট, আশিক পাগলা। ৩য় পর্ব সুপার ষ্টার গ্রুপে ক্রসফায়ার, বস, নিউ বুলেট, কালাবারুদ-১, ডাইরেক্ট এ্যাকশন-২, সোনার ময়না, বিংরাজ, জাগোয়ার, দেওয়ান পাগলা-২, মাফিয়া-২, মহাদেব, র‌্যাব-১, র‌্যাব-২, বাঘ শিকারী, বাঘের বাচ্চা, দেওয়ান পাগলা-১, বন্ধু-শত্রু, ভাই-ভাই নামে নামকরন করা ষাঁড় প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। লড়াইয়ে বিজয়ী হয়েছে ছাতক পৌরসভার বাগবাড়ি গ্রামের সম্রাট চৌধুরীর বস, মন্ডলীভোগ গ্রামের মাসুক মিয়ার নিউ বুলেট, তাতিকোনা গ্রামের সুমন মিয়ার কালাবারুদ, পারভেজ আহমদের ডাইরেক্ট এ্যাকশন, আলমপুর গ্রামের জুনেদ মিয়া ক্রসফায়ার, বড়চালের আব্দুর রহিমের বিংরাজ, ভূঁইয়াগাঁওয়ের প্রবাসী মফস্বল আলীর জাগোয়ার ও সুনামগঞ্জ শহরের দেওয়ান পাগলা-২। প্রতিযোগিতা শেষে বিজয়ী ষাড়ের মালিকগণের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে গরু, খাসি, পানির ফিল্টার পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, নোয়ারাই ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, তোতা মিয়া, দিলাল মিয়া, আব্দুর রহিম, সাজুল আহমদ, রনেক আহমদ। পুরস্কার বিতরনী সভায় যুক্তরাজ্য প্রবাসী আশক আলী, আমরুদ আলী, ছাতক পৌরসভার কাউন্সিলর ইরাজ মিয়া, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর মাসুদ আহমদ, ব্যবসায়ী হাজী আবুল হায়াত, মখলিছুর রহমান মুকুল, আয়োজক কমিটির লাল মিয়া, আহবাব মিয়া তালুকদার সাজু, সম্রাট চৌধুরী, ফজলে রাব্বি জনি, হুসিয়ার আলী, মাসুক মিয়া, আফিক আলী, দুলাল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!