চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ থেকে জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টায় আবুল কালাম আজাদ নামের জামায়াতের ওই ইউনিয়ন সভাপতিকে আটক করা হয়।
পুলিশ জানায়, আজাদ নেতা-কর্মীদের নিয়ে জীবননগর উপজেলা পরিষদ নির্বচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ খলিলুর রহমান পক্ষে গণসংযোগ করছিলেন। এ সময় হাসাদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে।
চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ খলিলুর রহমান জানান, আটককৃত আবুল কালাম আজাদের নামে থানায় কোনো মামলা নেই। তাকে হয়রানি করার জন্যই আটক করা হয়েছে। এতে নির্বাচনের পরিবেশ ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে।
হাসাদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মতিয়ার রহমান জানান, উপর মহলের নির্দেশেই তাকে আটক করা হয়েছে।