চারঘাট(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে বাচ্চু শেখ (৩০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ছুরিকাহত হয়েছে। মুমূর্ষু অবস্থায় মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। আহত বাচ্চু শেখ চারঘাটের সারদা ইউনিয়নের আশকরপুর এলাকার মহির উদ্দিনের ছেলে। এছাড়া তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তার আপন বড়ভাই মুখলেসকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মজিানুর রহমান জানান, আহত বাচ্চু শেখকে জরুরী অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। চিকিৎসকের বরাদ দিয়ে তিনি বলেন, তার বুকে ছুরিকাঘাতের গুরুতর যখম রয়েছে। প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় তার অবস্থা আশংকাজনক। এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুৃজা জানান, রাত সাড়ে ১০টার দিকে বাচ্চু শেখ সারদা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির অদূরে দুর্বৃত্তরা তার উপর অর্তকিত হামলা চালিয়ে ছুৃরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে চারঘাট থানা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রামেক হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ওসি আরো বলেন, প্রাথমিকভাবে হামলার কারণ জানা যায়নি। এছাড়া হামলাকারীদেরও চিহ্নিত করা যায়নি। তবে নিহতের পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার আপন বড় ভাই মুখলেসুর ওই ঘটনা ঘটিয়েছেন। এছাড়া এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিলো বলে দাবি করেছে বাচ্চুর পরিবার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ভাই মুখলেসুরকে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি