মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের সমশেরনগরে জাল নোটসহ নজির মিয়া(৩৫)নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টায় ১ হাজার টাকার ৩০টি জাল নোটসহ সমশেরনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
আটক নজির মিয়া সমশেরনগর ইউনিয়নের সিংরাউলি গ্রামের মৃত জমির আলীর ছেলে । পুলিশ সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার সমশের নগর বাজার এলাকায় নজির মিয়া জাল নোট দিয়ে বাজার এলাকায় ব্যবসায়ীসহ মানুষদেরকে প্রতারিত করার সময় বুধবার বিকেল ৩ টায় ৩০টি ১ হাজার টাকার জাল নোটসহ তাকে গ্রেফতার করে পুলিশ ।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার(এএসপি)আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।