গফরগাঁও প্রতিনিধি : আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে স্বেচ্ছা সেবক দলের আহবায়ক ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিম উদ্দিন আজিমের (জাহাজ) প্রতিকের প্রচার কাজে নিয়োজিত মাইক ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তালা প্রতিকের প্রচারকারী ফরহাদ ও রিক্সা চালক তোফাজ্জলকে মারধর করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধায় উপজেলা গফরগাঁও ইউনিয়নের পোড়াবাড়িয়া বাজার এলাকায় ।
ওই ঘটনায় ১৯ মার্চ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার রেজাউল বারীর কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধায় গফরগাঁও ইউনিয়নের পোড়াবাড়িয়া বাজার এলাকায় বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিম উদ্দিন আজিমের (জাহাজ) প্রতিকের একটি মাইক প্রচার কাজ চালায়। এ সময় স্থানীয় কয়েক যুবক অতর্কিতে হামলা করে মাইক ও রিক্সা ভাংচুর করে। হামলাকারীরা মাইক অপারেটর ফরহাদ ও রিক্সা চালক তোফাজ্জলকে মারধর আহত করে। ভাংচুরের ঘটনায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিম উদ্দিন আজিম অভিযোগ করে বলেন, স্থানীয় ছাত্রলীগ কর্মীরা এ হামলা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার রেজাউল বারী বলেন, বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।