সাতক্ষীরা প্রতিনিধি : বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লকাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোর রাতে সাতক্ষীরা শহরের শহীদ কাজল সরনীতে এ ঘটনা ঘটে।
শহীদ কাজল সরনীর ফ্লাক্সি লোড ব্যবসায়ি সাইফুল ইসলাম জানান, তিনিসহ পাশ্ববর্তী তানজিম গার্মেন্টস এর মালিক ইমাদুল ইমলাম ও মামনি ফ্যাশানের মালিক সাহেব আলী রোববার রাত সাড়ে ১১টার দিকে দোকানে তালা মেরে বাড়িতে যান। গভীর রাতে তার প্রতিষ্ঠানে আগুণ লেগেছে মর্মে খবর পেয়ে ছুঁটে আসেন। ফায়ার ব্রিগেড আসার আগেই তারসহ তিনটি দোকানের ১০ লক্ষাধিক টাকার মালামালা পুড়ে ছাঁই হয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, বৈদ্যুতিক শর্ট সাকিটের ফলে তানজিম গার্মেন্টেসে প্রথমে আগুন লাগে। পরে পার্শ্ববর্তী দোকানগুলোতে ওই আগুণ ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।