লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মঙ্গলবার ব্যবসায়ীসহ স্থানীয় ৫ হাজারের বেশি নারী পুরুষ মানববন্ধন করেছে। মানববন্ধনে ২৮ ফেব্রুয়ারী গ্রেফতারকৃত ব্যবসায়ী নেতা ও ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন আহম্মেদের মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালীন সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে বুড়িমারী স্থল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হয়। মানববন্ধন শেষে সেখানে এক সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট আমদানি ও রফতানিকারক রফিকুল ইসলাম প্রধান, আনোয়ারুল ইসলাম প্রধান , রেজোয়ান হোসেন প্রমুখ।