জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ মাহি কিন্ডাগার্টেনে অভিভাবক সমাবেশ-সাংস্কৃতিক অনুষ্ঠান ও জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা সভা ১৮মার্চ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মাহির প্রতিষ্ঠাতা-পরিচালক আব্দুল মতিন তালুকদার এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার সরকার আব্দুস সালাম বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-অধ্যক্ষ হাজী সোলায়মান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারীজ কলেজের অধ্যাপক ফরহাদ হোসেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিভাগীয় প্রধান খান মো: কামাল পাশা, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-লেখক ও মানবাধিকার কর্মী মো: শাহ্ জামাল, বণিস সমিতির সভাপতি বেনজির আহমেদ তালুকদার, এড. আনসার আলী, এড. ফাতেমাতুল জান্নাত, এড. কামরুন্নাহার নুপুর, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠান গ্রন্থনা-উপস্থাপনা করেন স্বরকলার সাধারণ সম্পাদক ও মাহির সিনিয়র ইংরেজী শিক্ষক একেএম জাকিরুল হক মিন্টু।
অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহ্ জামাল রচিত ’মা-মাটির কষ্ঠ’ বই উপহার দেয়ার পর সমাপনী পরিক্ষায় জিপিএ প্রাপ্ত প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।