মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ভারতীয় ২৪০ কেজি জিরা এবং ষ্টীলের ৪৫৫ পিস থালাবাসন আটক করেছে পুলিশ। চোরাই এসব মালামাল বহনকারী জাহানারা বেগম (৪০) এবং মোনারুল হক (৪০) নামের ২জনকে গ্রেফতার করা হয়। উপজেলার নওহাটা মোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ আঃ হান্নান ১৮ মার্চ মঙ্গলবার নওগাঁ-রাজশাহী সড়কের ফাঁড়ি এলাকায় রাজশাহীগামী যাত্রীবাহি ঢাকা মেট্রো- জ- ৭৭৭২ বাসে অভিযান চালিয়ে চোরাই মালামাল আটক এবং ওই দুইজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জাহানারা রাজশাহীর মোহনপুর উপজেলার চককৃঞ্চপুর গ্রামের আবুল হোসেনের স্ত্রী এবং মোনারুল হক একই উপজেলার আত্রাই গ্রামের মৃত তমির উদ্দিনের পুত্র বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ এএইচ এনায়েত উদ্দিন জানান।