ads

মঙ্গলবার , ১৮ মার্চ ২০১৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০১৪ ৭:২১ অপরাহ্ণ

pic==1ভোলা প্রতিনিধি : ন্যাশণার চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) ভোলা জেলা কমিটির বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে বার্ষিক সাধারন সভা ও নির্বাচনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা। নির্বাচনে সভাপতি নির্বাচিত হন জহির রাইহান ও সাধারন সম্পাদক নির্বাচিত হন আছমা আক্তার কান্তা, গতকাল সোমবার ভোলা জেলা এনসিটিএফ জন্য ছিলো আনন্দের দিন। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর ৯৪তম জন্ম বার্ষিকীর পাশাপাশি ছিল নির্বাচন ও বার্ষিক সাধারন সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বশির আহমেদ। জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ হোসেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আখতার হোসেন।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইয়ুথ ভলেন্টিয়ার সজীব খন্দকার, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা এনসিটিএফ এর সভাপতি ত্রপা হালদার। অনুষ্ঠানে শিশুদের মধ্যে বক্তব্য রাখেন এনসিটিএফ এর সাধারন সম্পাদক জহির রাইহান, সাবেক সম্পাদক সালমান হৃদয়। অনুষ্ঠানে সঞ্চালণা করেন, ভোলা জেলা এনসিটিএফ এর সভাপতি আতিকুল ইসলাম জীবন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই শিশুদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে হলে পড়ালেখার পাশাপাশি সব ধরনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বলেন, শিশুদের শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এর মাধ্যমে বিভিন্ন সফটার আবিস্কার করে সারা পৃথিবীকে বাংলাদেশ সম্পর্কে জানিয়ে দিতে হবে। এসময় তিনি ভোলা জেলা এনসিটিএফ এর সকল কার্যক্রমের পাশাপাশি ভোলাকে শিশু বান্ধব জেলা হিসেবে তৈরি করতে হবে। এ জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান মনির বলেন, আইনশৃংখলা সহ শিশুদের সব ধরনের সহযোগীতা পুলিশ প্রশাসন থেকে করা হবে। শিশুদের সহযোগীতা করার জন্য ইতিমধ্যে ভোলা থানা একটি শিশু ডেস্ক খোলা হয়েছে। এর মাধ্যমে শিশুরা সব ধরনের সেবা নিতে পারবেন। তিনি আরও বলেন, কোথাও কোন শিশু নির্যঅতনের শিকার হলে কিংবা শিশু বিবাহ হলে তাৎক্ষনিক ভাবে পুলিশ প্রশাসনকে জানানোর কথা জানান।
পরে ভোলা জেলা এনসিটিএফ এর ২ বছরের জন্য নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে জহির রাইহান সভাপতি ও আছমা আক্তার কান্তা সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সহসভাপতি পদে নির্বাচিত হন অন্তু রানী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক তুর্জ, শিশু সাংবাদিক হুমায়রা হোসেন শারা, হাছনাইন, শিশু গবেষক রায়েবা আক্তার বশরী, হাছান, চাইল্ট পার্লামেন্ট সদস্য শারমিন আক্তার বর্ষা, শহিদ হোসেন দিপু। এসময় গত কমিটিতে ভালো কাজ করার জন্য ৪জন কে এডহক করে নেওয়া হয়। এরা হলেন, ত্রপা হালদার, টিটু, মেহেদী ও অনন্য। পরে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান এনসিটিএফ এর সাবেক সভাপতি ত্রপা হালদার।
উল্লেখ্য, এনসিটিএফ হচ্ছে শিশুদের একটি প্লাটফর্ম। এর মাধ্যমে শিশু অধিকার বাস্তবায়নের জন্য শিশুরা এ সংগঠনের মাধ্যমে কাজ করে থাকে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!