ভোলা প্রতিনিধি : পারিবারিক বিরোধের জের ধরে ভোলার পশ্চিম ইলিশার বান্দের পাড় এলাকায় লাঠিয়ালদের হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে মো: জসিম (৩৫) ও জালাল আহমদের অবস্থা আশংকাজনক।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত জসিম অভিযোগ করে জানান, কিছুদিন পূর্বে তার পিতা জালাল আহমদের উপর হামলা চালিয়ে নগত টাকা ছিনতাই করে একই এলাকার আলী, কাঞ্চন ও ছিদ্দিক।
এ ঘটনায় থানায় মামলা করলে আসামী জামিনে বের হয়ে এসে বিভিন্নভাবে হুমকি ধামমি দিতে থাকে। ওই ঘটনাতে কেন্দ্র করে সোমবার রাতে লাঠিয়াল নিয়ে আলী লাট, কাঞ্চন ও ছিদ্দিক জসিমের কীটনাশকদের দোকানে হামলা চালিয়ে ২০কাট ওষুদ ও নগত ৯০হাজার টাকা লুট করে নিয়ে যায়। এতে বাধা দিলে ৫জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
এ ব্যাপারে ভোলা থানার ওসি মোবাশ্বের আলী বলেন, উভয় পক্ষের মধ্যে আগেই একটি মামলা চলমান ছিলো। সেমবারের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পুলিশ বিষয়টির তদন্ত করছে।
এদিকে, এ ঘটনায় উপয় পক্ষের মধ্যে উত্তেজনা বিররাজ করছে। যে কোন মুহুরের্ত ফের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।