১৭ মার্চ জাতীয় শিশু দিবসে ফরিদপুরের রাজবাড়িতে এতিম শিশুরা রবীন্দ্রনাথের শিলাইদহ কুঠিবাড়ীতে বার্ষিক শিক্ষা সফর করেছে। রাজবাড়ী ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আয়োজন করে। সফরে সদর ও কালুখালী উপজেলার আড়াইশ’ অনাথ-পথশিশু এতে অংশগ্রহন করে। স্কাউট শিক্ষক এমদাদুল হোসাইন দিন ব্যাপী শিক্ষা সফরে সংস্থার রাজবাড়ী শাখার স্কাউট ইন্সট্রাক্টর বীরমুক্তিযোদ্ধা সুলতান হোসাইন, প্রোগ্রাম অফিসার মোঃ বিল্লাল হোসেন, ক্রেডিট ম্যানেজার মোঃ হানিফ মাহমুদ খন্দকার, হিসাবরক্ষক মোঃ সাইফুল ইসলাম, স্কাউট শিক্ষক খন্দকার এমদাদুল হোসাইন ও মোঃ কাহারুল ইসলাম, ফিল্ড অফিসার মোঃ মিলন হোসেন, কমিউনিটি অর্গানাইজার সফিকুল ইসলাম ও নূর মোহাম্মদ, ক্রেডিট অর্গানাইজার মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা সফরে অংশ গ্রহণ করেন।
ঐতিহ্যের নিদর্শন কবিগুরু রবীন্দ্রনাথের কুঠিবাড়ীতে শিশুরা নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে। সেথায় শিশুদের বিনোদন-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সফরটি সুপ্ত প্রতিভার বিকাশে শিশুদের অংশ গ্রহণ স্বার্থক করে তোলে।প্রেসবিজ্ঞপ্তি ।