নরসিংদী প্রতিনিধি : ২০১১ সালের ১৫ জানুয়ারী নরসিংদী তথা বাংলাদেশ পুলিশের ইতিহাসে এক মর্মান্তিক স্মৃতি বিজড়িত দিন। এদিনে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে নরসিংদী জেলার বেলাব উপজেলার ২ জন ওসিসহ ১০ জন পুলিশ কর্মকর্তা কর্মচারী সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়। এ দিনটিকে স্মৃতিতে জাগরুক রাখার জন্য নরসিংদী জেলা পুলিশ তথা পুলিশ সুপার ড. খঃ মহিদ উদ্দিন ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলাধীন ঘাসিরদিয়া নামকস্থানে নির্মান করেছে এক দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ। পুলিশের মনোগ্রাম মাঝখানে বেয়নেট সংযুক্ত একটি ৩০৩ রাইফেলের প্রতিকৃতি এবং একটি উড়ন্ত পায়রা এবং সারিবদ্ধভাবে ১০টি জলন্ত মোমের প্রতিকৃতি সমন্বয়ে তৈরী করা এই স্মৃতিস্তম্ভের নাম দেয়া হয়েছে ‘দৃপ্ত শপথ’। এই স্মৃতিস্তম্ভ আজ মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ শফিকুল ইসলাম। এছাড়া এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরসিংদী জেলা পুলিশের পুলিশ সুপার ড. খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ নেওয়াজ খালেদ, অতিরিক্ত পুলিশ সুপার মুখলেছুর রহমানসহ নরসিংদীর ৬ থানার ওসি ও অন্যান্য পুলিশ কর্মকর্তাগন।
বলাবাহুল্য যে, নরসিংদী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ২০১১ সালের ১৫ জানুয়ারী নরসিংদী পুলিশ লাইনে আয়োজন করা হয় এক পুলিশ ব্রিফিং’র। এই ব্রিফিংয়ে যোগদানের জন্য বেলাব থানা পুলিশের ২ জন ওসি ও ৮ জন পুলিশ কর্মকর্তা কর্মচারী একটি পিকআপ ভ্যান নিয়ে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ীটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলাধীন ঘাসিরদিয়া নামক স্থানে পৌছলে হঠাৎ দুর্ঘটনায় পতিত হয়। এতে ১০ জন পুলিশ কর্মকর্তা কর্মচারী নিহত হন। এই ভয়াবহ দুর্ঘটনায় নরসিংদীসহ সারা দেশে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগন নরসিংদীতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং নরসিংদী সদর হাসপাতালে নিহত পুলিশ কর্মকর্তা কর্মচারীদের লাশ পরিদর্শন করেন। বাংলাদেশ পুলিশের ইতিহাসে এতবড় ভয়াবহ দুর্ঘটনা এবং একই সময়ে এত সংখ্যক পুলিশ কর্মকর্তা কর্মচারী নিহত হবার ঘটনার কথা আর শুনা যায়নি।