রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাও মহিলা সরকারী কলেজের এইচ এইস সি শিক্ষার্থী সুচিত্রা সোমবার রাত ৮ টার দিকে কলেজ হোষ্টেলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সূচিত্রা তার মনের আবেগের কথা সাদা কাগজের বুক ভরে কবিতার ছন্দে লিখে রেখেছে ‘ জীবনের কিছু প্রশ্ন থাকে যার লেখা কখনও মুছে না, কিছু ভুল থাকে যা শুদ্রানো যায়না আর কিছু এমন বন্ধু থাকে যাকে কখনো ভুলা যায়না। এমন জীবন তুমি……………….তবু মোরা সুখকে ভেবে প্রহর কেটে যায়।’ কবিতার এমন কিছু লাইন মৃত্যুর আগে লিখে যায় সূচিত্রা। সূচীত্রা পঞ্চগড়’র বোদা উপজেলার পাঁচপীর এলাকার গোবিন্দ রায়ের মেয়ে।
প্রাপ্ত সূত্রমতে, সূচীত্রা বৈকালে প্রাইভেট পড়ে হোষ্টেলে আসে। তার সহপাঠি তমা রুমে ঢুকতে গিয়ে দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে জানালার পাশ দিয়ে ঘরের মধ্যে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। একটি ছেলের সাথে সূচীত্রার সম্পর্ক হলে পারিবারিকভাবে তা প্রত্যাখান করলে কিছুদিন থেকে সে সার্বক্ষণিক দুশ্চিন্তায় থাকতো । এটিকে আত্মহত্যার কারণ বলে অনুমান করা হচ্ছে। ঠাকুরগাও সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আন্জুমান্দ বানু বলেন, সূচীত্রা বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিল। আগামী এইচ এস সি পরীক্ষায় অংশ নিতো। মৃত্যুর কারণ এখনও বলা যাচ্ছেনা।
ঠাকুরগাও থানা অফিসার ইনচার্জ ফিরোজ খান বলেন, কলেজ হোষ্টেল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।