চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা ন্যাশনাল চিলড্রেন’স টাক্সফোর্স (এন সি টি এফ) দ্বি-বার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ শিশু একাডেমী চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে নির্বচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসী এবং সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন সাংবাদিক মরিয়ম শেলী।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, শিশু একাডেমীর লাইব্রেরিয়ান আবু বকর সিদ্দিকী, জেলা এনসিটিএফ কমিটির সাবেক সাধারন সম্পাদক কানন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নাইমা, সাংগঠনিক সম্পাদক তামান্না তাবাসুম, শিশু গবেষক মোঃ জাকির হুসাইন জ্যাকি, শিক্ষ্যা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আশরাফুল হক আব্বাসি, শিশু সাংবাদিক আসলাম হোসেন প্রমুখ, ।
বিশিষ্ট নব নির্বাচিত ১১ সদস্য কমিটিতে রয়েছেন- সভাপতি কানন আহমেদ, সহ-সভাপতি জান্নাতুল নাঈমা, সাধারণ সম্পাদক মেহবুব হাসান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক আদৃতা হোসেন এশা, সাংগঠনিক সম্পাদক তরিকুজ্জামান বিপুল, শিশু গবেষক (ছেলে) রাসেল আহম্মেদ, শিশু গবেষক (মেয়ে) সুইটি খাতুন, শিশু সাংবাদিক (ছেলে) আইন উদ্দিন, শিশু সাংবাদিক (মেয়ে) ফারজানা খাতুন, চাইল্ড পার্লামেন্ট (ছেলে) রাকিবুল ইসলাম অন্তু এবং চাইল্ড পার্লামেন্ট (মেয়ে) কনক লতা। উপস্থিত ভোটারা করতালি দিয়ে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান।