চাটমোহর (পাবনা) প্রতিনিধি : বাংলা সাহিত্যের পবাদ পুরুষ, পাবনার চাটমোহরের হরিপুরের কৃতি সন্তান প্রমথ চৌধুরীর স্মৃতি সংরক্ষণার্থে সোমবার বিকেলে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ গঠিত হয়েছে। চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রভাষক ইকবাল কবীর রনজুর আহবানে সহকারী অধ্যাপক মদন মোহন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় উপমহাদেশের বিখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর সাহিত্যকর্ম, তার স্মৃতি সংরক্ষণার্থে করণীয় সম্পর্কে এলাকার সুশীল সমাজ ও সাহিত্যমোদীদের মধ্যে বক্তব্য দেন, অবঃ প্রধান শিক্ষক মোঃ আফসার আলী, অবঃ সিনিয়র সহকারী শিক্ষক অলোক কুমার কুন্ডু, সহকারী অধ্যাপক উত্তম গোস্বামী, সহঃ অধ্যাপক অশোক কুমার আচার্য্য, প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, এ্যাডঃ আব্দুল মমিন সরকার, প্রধান শিক্ষক মোঃ আলতাব হোসেন, প্রভাষক এস এম আলী আহম্মেদ, গীতিকার মহিতোষ কুমার পাল, শফিকুল ইসলাম বাচ্চু, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, এবাদত হোসেন প্রমুখ। সভায় প্রমথ চৌধুরীর স্মৃতি সংরক্ষণ কল্পে কাজ করার জন্য সর্বসম্মতিক্রমে মোঃ ইকবাল কবীর রনজুকে আহবায়ক এবং মোঃ আফসার আলীকে যুগ্ম সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।