গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে এক মত বিনিময় সভা ১৮ মার্চ মঙ্গলবার গোপালপুর বাজারস্থ জোহুরা প্লাজার দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের গোপালপুর শাখার সভাপতি মো. আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জাতীয় কমিটির নির্বাহি পরিচালক আবুল বাসার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কমিটির শাখা সমন্বয়ক মো: সিরাজুল ইসলাম ও টাঙ্গাইল জেলা শাখার সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের গোপালপুর শাখার সম্পাদক সাংবাদিক এ কিউ রাসেল, যুগ্ম সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, অফিস সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, সদস্য আলহাজ জালাল উদ্দিন, রনি সাহা প্রমুখ।