ads

মঙ্গলবার , ১৮ মার্চ ২০১৪ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে তিন মোটর সাইকেল ছিনতাইকারীকে গণ-ধোলাই : মোটরসাইকেল উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০১৪ ৫:৩৮ অপরাহ্ণ
গফরগাঁওয়ে তিন মোটর সাইকেল ছিনতাইকারীকে গণ-ধোলাই : মোটরসাইকেল উদ্ধার

গফরগাঁও  প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেল ছিনতাই করে তিন ছিনতাইকারী। পরে ছিনতাইকৃত মোটরসাইকেলটি ১৮ মার্চ সোমবার সন্ধায় গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি মোড়ে বিক্রির জন্য নিয়ে আসে তিন ছিনতাইকারীরা। পরে বিক্রির জন্য দামাদামির এক পর্যায়ে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তিন ছিনতাইকারীকে গণ-ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। এ সময় পুলিশ ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।  মঙ্গলবার দুপুরে পুলিশ তিন ছিনতাইকারীর ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধায় ময়মনসিংহ কোতয়ালী বয়রা এলাকার আব্দুল জব্বারের ছেলে স্বপন মিয়া(৩৫), মৃত আছর আলীর ছেলে বাবুল মিয়া (৫০) ও চক ছত্রপুর এলাকার মৃত হারিছ উল­াহর ছেলে রওশন আলী(৩৫) ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি ১৩৫ সিসি ডিসকভার মটরসাইকেল ছিনতাই করে বিক্রির জন্য গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি মোড়ে নিয়ে পাকাটি মোড়ে আসে। এ সময় তিন ছিনতাইকারী মটরসাইকেলটি পানির দামে বিক্রি করতে চাইলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তাদেরকে আটক করে এলাকাবাসী গণ-ধোলাই দেয়।
খবর পেয়ে পুলিশ তিন ছিনতাইকারী ও মটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গফরগাঁও থানার ওসি(তদন্ত) আছাবুর রহমান বলেন, আটক ছিনতাইকারীদের ৭দিনের রিমান্ড চেয়ে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!