বেতাগী( বরগুনা) সংবাদদাতা : আগামী ২৩ মার্চ চতুর্থ দফা বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলায় ৩৯ টি কেন্দ্রর মধ্যে ১৭ টি অধিক ও ২২ টি কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।অতীতের ঘটনাবলী,প্রার্থীর নিজস্ব কেন্দ্র,দুর্গম এলাকা ও গোলযোগের আশংকায় সনাক্ত করা হয়েছে।
সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনির হোসেন হাওলাদার জানায়,উপজেলার ২৫ ভাগ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ঝুঁকিপূর্ণ বিবেচনায় অতিরিক্ত নিরাপওা দেওয়ার জন্য বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে সহকারী রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের নিকট লিখিত দাবি জানানো হয়েছে।একইভাবে স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী এইচ রাসেলসহ একাধিক ভাইস চেয়ারম্যান প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুষ্ঠু নির্বাচনের স্বার্থে উপজেলা ব্যাপি কেন্দ্র গুলোতে প্রশাসনিক তৎপরতা জোড়দারের জন্য দাবি করেছেন।
অভিযুক্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে বিবিচিনি নিয়ামতিযুক্ত মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজএবং সংলগ্ন বিবিচিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার,পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন পুটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয়,তালগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার, বিবিচিনি দেশান্তরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,খোন্তাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়,উওর হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার, দক্ষিন বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার,কাইয়াল ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন কাইয়াল ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, বলাইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন বলাইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বদনীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়, ভোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোড়া কালিকাবাড়ী হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন ভোড়া কালিকাবাড়ী হাতেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।