চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় (২৭) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ গোবিন্দপুর বেনাগাড়ি মাঠে রেললাইনের পাশে একটি ধানক্ষেতে লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মুন্সীগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
আলমাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, হত্যাকান্ডের কারণ জানা যায়নি।