মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ইউলিয়াম হানার সঙ্গে চা শ্রমিকদের জীবন মান ও কর্মপরিসরে উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ১৭ মার্চ সোমবার দুপুরে শ্রীমঙ্গলস্থ চা বোর্ডের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় বক্তব্য রাখেন সেড এর সাধারণ সম্পাদক ফিলিপ গাইন, চা বোর্ডের পরিচালক হারুন অর রশিদ সরকার, বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রান্স চেয়ারম্যান জিএম শিবলী, চা শ্রমিক নেতা বিজয় বুনার্জী ও রাম ভজন কৈয়রী। এ সময় হানা আরো বলেন, চাবাগান এলাকা শুধু চা উৎপাদন নয় পর্যটনের জন্য ও একটি গুরুত্বপূর্ণ স্থান তাই চা শ্রমিকদের জীবন মানের ও উন্নয়ন সাধন করা প্রয়োজন, আর শ্রমিকদের অবস্থার পরিবর্তন হলে তারাও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক ভুমিকা পালন করতে পারবে। মত বিনিময় সভা শেষে হানা বিভিন্ন চা বাগানের শ্রমিক পরিবারের জীবন মান পরিদর্শন করেন।