রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামুতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহেল সরওয়ার কাজল ও তার ছোট বোন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নারী নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী রবিবার দিনব্যাপী গর্জনিয়া, কচ্ছপিয়া,ফতেখাঁরকুল, চাকমারকুলসহ বিভিন্ন এলাকায় পথ সভা ও গনসংযোগ করেছেন। এসময় চেয়ারম্যান প্রার্থী সোহেল সরওয়ার কাজল বলেন রামুবাসী এক পরিবারের মানুষের মত, এখানে কোন দলমত পার্থক্য নেই । তিনি আরো বলেন রামুর মানুষ সব সময় সর্বদলীয় চেতনা লালন করে এবং এই চেতনার বাস্তবায়ন করতে গিয়ে আমাকে দলের কিছু কুচক্রী মহল অপদস্থ করে যাচ্ছে। এদিকে নারী নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীর নেতৃত্বে আলাদা ভাবে পথ সভা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে সন্ধ্যায় দোয়াত কলম মার্কার সমর্থনে একটি নির্বাচনী বিশাল মিছিল রামুর প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। সে মিছিলে এলাকার বিপুল সংখ্যক মানুষ সাড়া দিতে দেখা যায়।