মেহের আমজাদ, মেহেরপুর : বঙ্গবন্ধুর প্রতিকৃতিস্থলে কোন ব্যানার না থাকায় বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান বয়কট করেছে মেহেরপুর জেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা। সোমবার সকালে শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিস্থলে পুস্পস্তবক অর্পণ করার স্থলে কোন ব্যানার না থাকায় আ’লীগের নেতাকর্মিরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। জেলা প্রশাসনের সাথে বাদ অনুবাদের এক পর্যায়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করে চলে যান। মেহেরপুর সদর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্জ গোলাম রসুল জানান প্রতিকৃতিস্থলে স্থলে কোন ব্যানার না থাকলে মানুষ কিভাবে জানবে এটা বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান। জেলা প্রশাসন দায়সারা গোছের অনুষ্ঠান করায় আমরা অনুষ্ঠান বয়কট করেছি। মেহেরপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট (ভুমি) ফরিদ হোসেন জানান সরকারি নির্দেশনা অনুযায়ী র্যালি ও আলোচনা সভার জন্য পৃথক দুটি ব্যানার করা হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিস্থলের জন্য ব্যানারের নির্দেশনা না থাকায় তা করা হয়নি।