বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্মাই সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে (২০) ধরে নিয়ে গেছে ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার নাটোয়াটুলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার গড়িয়ালী গ্রামের আবুল কালামের ছেলে সাদ্দাম হোসেনসহ ৫/৬ জন যুবক মিলে গত রোববার রাত ৯টায় বালিয়াডাঙ্গী উপজেলার রত্মাই সীমান্তের ৩৮১/২ এস সাব-পিলারের নিকট গরু কিনতে গেলে ওইসময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার নাটোয়াটুলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে সাদ্দামকে আটক করে শারিরীক নির্যাতন চালিয়ে আহত করার পরে তাকে ওপারের ক্যাম্পে ধরে নিয়ে যায় । এঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিজিবির পক্ষ থেকে পত্র প্রদানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়। এব্যাপারে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মীর আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাদ্দাম হোসেনকে ফিরিয়ে আনার ব্যাপারে বিএসএফর কাছে বার্তা পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সোনামতি ক্যাম্পে বিএসএফ রত্মাই সীমান্তে থেকে বালিয়াডাঙ্গী উপজেলার মারাধার গ্রামের গরু ব্যবসায়ী ইব্বাহীম আলীকে (২৮) ধরে নিয়ে গেছে ভারতীয় সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা।