রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১৩মার্চ বৃহস্পতিবার বখাটেদের জুতা পেটায় দু’স্কুল ছাত্রী আহত হওয়ার ঘটনায় ১৪মার্চ শুক্রবার রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন আহত দু’ছাত্রীর অভিভাবক। কিন্তু ঘটনার ৫দিনেও আসামীদের গ্রেফতার করতে পারেনি রাণীনগর থানাপুলিশ।
পুলিশ ও স্থাণীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার কামতা গ্রামের মিজানুরের ছেলে মিলন (২২), আঃ রশিদের ছেলে রাব্বি (২৩), তছলিমের ছেলে নাছির (২০) ও একই এলাকার সাগর (২৫) ৭ম শ্রেনীর দু’স্কুল ছাত্রীকে রাস্তা পথে উত্যক্ত করতো। বিষয়টি অভিভাবকদের জানালেও কোন প্রতিকার না করে বরং ক্ষিপ্ত হয়ে উঠতো। এক পর্যায়ে গত ১৩মার্চ বৃহস্পতিবার বেলা ১টায় স্কুল থেকে বাড়ী ফেরার পথে কামতা প্রাথমিক বিদ্যালয়ের অদুরে পৌঁছিলে বখাটেরা মটরসাইকেল যোগে এসে এক স্কুল ছাত্রীর ডান পায়ে চাকা দিয়ে চাপা দেয় । এরপর তারা দু’স্কুল ছাত্রীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে পায়ের স্যান্ডেল দিয়ে মারপিট করে এবং পরনের ওড়না ধরে টানা-টানি করে ছিঁড়ে ফেলে। বখাটেদের মটর সাইকেলের চাপা ও মারপিটে দু’স্কুল ছাত্রী আহত হলে তাদেরকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ১৪মার্চ শুক্রবার দু’ছাত্রীর অবিভাবক চয়েন উদ্দিন প্রাং বাদী হয়ে উক্ত ৪ বখাটেকে আসামী করে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ৫দিনেও আসামীদের গ্রেফতার করতে পারেনি রাণীনগর থানাপুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনু ইসলাম জানান, আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা যাচ্ছে না। তবে আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।