নরসিংদী প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আব্দুস সালামের জামিন বাতিলের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবীতে নরসিংদী জেলা বিএনপি সোমবার বিকেলে নরসিংদী শহরের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকন, উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সুলতান উদ্দিন মোল্লা প্রমুখ। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা শহরের বাজির মোড় এলাকায় সমবেত হয়। সেখান থেকে মিছিলে সংগঠিত হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতাকালে খায়রুল কবির খোকন বলেন, সরকার দেশকে একটি অঘোষিত কারাগারে পরিনত করেছে। গ্রেফতার, নির্যাতন করে কেউ অতীতে আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি। আওয়ামী লীগ সরকারও গ্রেফতার নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। উপজেলা নির্বাচনে বিএনপির বিজয় এবং আওয়ামী লীগের পরাজয় প্রমান করে এ সরকারের পিছনে জন সমর্থন নেই। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে এ সরকার এতদিনে পদত্যাগ করতো। অন্যান্য বক্তাগণ অবিলম্বে মির্জা ফখরুল, আব্বাস ও সালামের মুক্তির দাবী করেন।