নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগীতা, সমাবেশ ও র্যালী, বঙ্গবন্ধুর জীবনীর উপর সিডি প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মসজিদ/মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা কর্মসূচী গ্রহণ করা হয়। সকাল সাড়ে ৯টায় একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত¡রে এসে সমাবেশ ও আলোচনা সভা করে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জে অপহরণকারী আটক : অপহৃত উদ্ধার
দিনাজপুরের নবাবগঞ্জে জনতা এক অপহরনকারীকে আটক সহ অপহৃতকে উদ্ধার করেছে । রবিবার রাতে উপজেলার কুশদহ ইউনিয়নের হিলির ডাঙ্গা বাজারে ওই ঘটনা ঘটে। পুলিশ জানায় ১৫ মার্চ রাতে রংপুরের মিঠাপুকুর থানার বুজরুক নুরপুর গ্রামের ঝড়ু শেখের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৮) তার নিজ কর্মস্থল বগুড়ায় যাওয়ার পথে তার ভাই মৃত রফিকুল ইসলামের ছেলে আঃ লতিফ (৩৫) তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় নবাবগঞ্জ থানার হিলিরডাঙ্গা বাজারে তারা পোঁছালে অপহৃত মঞ্জুরুলের চিৎকারে স্থানীয় জনতা তাদের আটক করে। খবর পেয়ে মঞ্জুরুলের স্ত্রী মাহমুদা বেগম মিঠাপুকুর থানায় অভিযোগ দায়ের করলে মিঠাপুকুর থানা পুলিশ সোমবার দুপুরে অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারী লতিফকে গ্রেফতার করে। মিঠাপুকুর থানার এস আই মোসলেম উদ্দিন জানান, অপহরণকারী জমাজমি বিষয়কে কেন্দ্র করে আপন চাচা মঞ্জুরুলকে অপহরণ করে । এ খবর লেখা পর্যন্ত ওই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
নবাবগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল
বিএনপি’র শীর্ষ ৩ নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দিনাজপুরের নবাবগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো সোমবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে। থানা বিএনপি’র সাধারণ সম্পাদাক তরিকুল ইসলামের নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ ডাকবাংলো মার্কেটের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তরা নেতাদের অনতি বিলম্বে মুক্তির দাবী জানান।