ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠিতে শিশু সমাবেশ, র্যালী, আলোচনাসভা, চিত্রাংকন প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনকের জন্ম এবং জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় কালেক্টরেট চত্তর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্প কলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখারে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, শিশু সমাবেশ ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও শিশু একাডেমী যৌথভাবে এর আয়োজন করে। এছাড়া জেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠন, ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পৃথক ভাবে দিবসটি পালন করছে।