চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬১/৭ এস পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১০টা থেকে সাড়ে ১টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের মেদেনীপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মসলেম উদ্দীন এবং ভারতের পক্ষে নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার ১৭৩ ব্যাটালিয়নের লোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের কমান্ডার গোবিন্দ শিং।
সীমান্তে মানুষ হত্যা, শিশু-নারী পাচার, মাদকসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)