কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজ্বী রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা চেয়ারম্যান মান্নান খান। এসময় জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নের্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটা হয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পন করেন তারা।
অন্যদিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেক কাটা, চিত্রাংকন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসের টিএসসিসি’তে ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্ধোধন করেন উপাচার্য প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। সকাল ১০টায় উপাচার্য’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে সকাল সাড়ে ১০টায় টিএসসিসে’তে কেক কাটা ও চিত্রাংকন প্রতিযোগতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড.আফজাল হোসেন প্রমুখ।