কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি চাপায় প্রান্ত (৮) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সোমবার দুপুরে শহরতলীর বাড়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রান্ত সদর উপজেলার বাড়াদি পশ্চিমপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। এবং বাড়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। এলাকাবাসী জানান, সেমবার দুপুরে প্রান্ত বাড়ির সামনের রাস্তায় বাই সাইকেল চালাচ্ছিল। এসময় বালু বোঝাই একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।