মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ উদ্যোগে সোমবার ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন, র্যালী, শিশু সমাবেশ, চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
কুলাউড়া জনমিলন কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে এবং লংলা আধুনিক ডিগ্রী কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম ও রাবেয়া আর্দশ সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালামের যৌথ পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) হাসিনা ইসলাম, নব নিবাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসানুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আছির উদ্দিন, শরীফপুর ইউপি চেয়ারম্যান মোঃ চিনু মিয়া, বরমচাল ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, জাসদ উপজেলা সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাসার, প্রবাসী কমিউনিটি নেতা লেখক, কবি ও সাহিত্যিক গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মঈনুর রহমান সুয়েব, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ।
অনুষ্টানে ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন মনিষা দেব, প্রশান্ত দাস, শরিফউল ইসলাম, ইশরাত জাহান প্রিয়া, খয়রুল ইসলাম, বৃষ্টি দেব, নুশরাত জাহান নৌশিন, মাহবুব হাসান সাকি, মাক্কুরা জামান প্রমুখ।
আলোচনা সভার পূর্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয় ।
আলোচনা সভা শেষে অনুষ্টিত শিশু সমাবেশের চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
পুরস্কার বিতরনী শেষে কুলাউড়া শিশু একাডেমীর গানের শিক্ষক সুমিত্রা ভচ্রাচার্য্য, তবলা বাদক বাবুল চন্দ্র দাসের সহযোগিতায় এবং শিশু একাডেমীর পাক প্রাথমিক শিক্ষক কুসুমকলির উপস্থাপনায় শিশু একাডেমীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে শিশু শিল্পীদের নৃত্য, ছড়া, কবিতা আবৃতি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুুষ্টিত হয় ।