কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : “বঙ্গবন্ধুকে জানবো, আদর্শবান মানুষ হবো” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের মতো গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে বঙ্গবন্ধু ৯৪তম জন্ম ও জাতীয় শিশু দিবস। কর্মসূচির মধ্যে র্যালী, আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গুডলাক স্টেশনারী ও আরএফএফর যৌথ সহযোগীতায় পরিষদ চত্ত¡রে থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার। উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমানের পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মো.জসিম উদ্দিন, সমাজসেবা অফিসার মো. আমির হোসেন, শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী, মহিলা বিষয়ক অফিসার ফারহানা ইয়াসমিন, প্রাণ আরএফএফ -এর জেনারের ম্যানেজার (প্রশাসন) শামসুল আলম মিঞা, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আমিনা বেগম, সমন্বয়কারী জেসমিন বেগম প্রমুখ। অপরদিকে দিবসটি উপলক্ষে উপজেলা চত্ত¡রে অবস্থিত শিশুমেলা আইডিয়াল স্কুলে উপজেলার প্রাথমিক পর্যায়ের শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। পরে প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও।