নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চাটকিয়া গ্রামে ১৬ মার্চ রবিবার স্থায়ীত্বশীল কৃষির উপর গণ নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস আইসিডিপি (এলআরডি) ময়মনসিংহ অঞ্চলের সহযোগিতায় চাটকিয়া কৃষক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। কৃষক রমেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা সহকারী কৃষিস¤প্রসারন কর্মকর্তা এসএম মোস্তফা আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিতাসের সমাজ উন্নয়ন কর্মকর্তা মি. বিপুল জাম্বিল, উপসহকারী কৃষিকর্মকর্তা আল আমীন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কৃষি সুপারভাইজার মি. প্রজেস রিছিল, আদর্শ কৃষক সেন্টু চন্দ্র হাজং, এসিডিএফ সদস্য মি. তার্সিসিউস রাংসা, স্বর্ণকান্ত বর্মণ প্রমুখ। অনুষ্ঠানে জৈব সার ব্যাবহার করে কৃষিপণ্য উৎপাদনের উপর গণ নাটক পরিবেশিত হয়। এতে এলাকার কৃষক-কৃষাণীরা অংশ গ্রহন করেন।