জেলা প্রতিনিধি : ভোলার লালমোহনে ইয়াবার চালানসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে চরভূতা ইনিয়নের আলমগীর চেয়ারম্যান বাড়ির সড়ক থেকে বাবুল নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ৫০পিচ ইয়াবা উদ্ধার করে লালমোহন থানা পলিশ। স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৯াটর দিকে বাবুল ইয়াবার চালান আনতে যায় চরভূতা ইনিয়নের আলমগীর চেয়ারম্যান বাড়ি সড়কে । এসময় গোপন সংবাদ পেয়ে সেখানে ওত পেতে থাকা লালমোহন থানার ওসি গোলাম মোস্তফা, এএসআই মাসুদ, এএসআই হুমায়ুন। বাবুলকে হাতেনাতে ৫০টি ইয়াবাসহ গ্রেফতার করে নিয়ে আসে পুলিত্তার বাড়ি কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামে । বাবুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।